Site icon Jamuna Television

আ.লীগ ক্ষমতায় থাকার জন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে না: তথ্যমন্ত্রী

ফাইল ছবি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কোন বিদেশি শক্তির ওপর নির্ভর করে না, জনগণের শক্তিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি দূতাবাসে দূতাবাসে ঘুরছে। কিন্তু কোনো দূতাবাস তাদের কোলে করে ক্ষমতায় বসাবে না। বিএনপি বন্দুকের শক্তি, ষড়যন্ত্র ও বিদেশিদের ওপর নির্ভরশীল। এ জন্য তারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় না বলেও জানান তিনি।
আরও পড়ুন: ক্ষমতা টিকিয়ে রাখার দেনদরবার করতেই প্রধানমন্ত্রীর ভারত সফর: রিজভী
ইউএইচ/

Exit mobile version