Site icon Jamuna Television

১৬ বছর আগে স্ত্রীকে হত্যা, অবশেষে গ্রেফতার

১৬ বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল প্রামাণিককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০০৬ সালের ১ আগস্ট আলো বেগমের সাথে বিয়ে হয় উজ্জ্বল প্রামাণিকের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে সে। এক পর্যায়ে উজ্জ্বল প্রামাণিক তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর থেকে পলাতক জীবনযাপন করছিল আসামি উজ্জ্বল। এ সময়ে আরেকটি বিয়ে করে গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস শুরু করেন তিনি। পরে চলতি বছরের জুলাইয়ে বগুড়ার আদালত স্ত্রী হত্যার অভিযোগে আসামি উজ্জ্বলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ইউএইচ/

Exit mobile version