Site icon Jamuna Television

মধ্যপ্রদেশে ১৫ মাসের সন্তানকে বাঁচাতে বাঘের সাথে লড়াই করলেন মা

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে বন থেকে লোকালয়ে এসে দেড় বছরের এক শিশুকে আক্রমণ করে এক বাঘ। তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির মা তখন সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘের সাথে লড়াইয়ের চেষ্টা চালান। কয়েক মিনিট ধরে চলে সে লড়াই। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। আহত অবস্থায় মা ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, রোববার (৪ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভ এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।

বাঘটি ওই শিশুর মাথার মধ্যে দাঁত বসিয়ে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন শিশুটিকে বাঁচাতে মা বাঘের সাথে লড়াইয়ের চেষ্টা করেন। ওই নারীর চিৎকার শুনে আশপাশের গ্রামের বাসিন্দারা লাঠি নিয়ে সেখানে ছুটে আসেন এবং বাঘটিকে তাড়িয়ে দেন।

চিকিৎসকরা জানান, শিশুটির শরীরের আঘাত গুরুতর নয়। তবে মা গুরুতর আঘাত পেয়েছেন। আইসিইউতে মা ও শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। দু’জনকেই জলাতঙ্কের ইনজেকশন দেয়া হয়েছে।

/এনএএস

Exit mobile version