Site icon Jamuna Television

চিলিতে সুপারম্যানের কাণ্ড, প্রেসিডেন্টের ভাষণে হাস্যরস

গুরুতর বিষয়ে ভাষণ দিচ্ছিলেন চিলির প্রেসিডেন্ট “গ্যাব্রিয়েল বরিক”। তখনই নজর কাড়লো এক সুপারম্যান-বয়। খবর রয়টার্সের।

৪ বছরের ইগনেশিও ছিল লাল-নীল রঙা সুপারম্যানের পোশাকে। প্রেসিডেন্টের চারদিকে কোনোরকম তোয়াক্কা ছাড়াই সাইকেলে ঘুরছিল সে। বরিক তখন হাসিমুখেই তার বক্তব্য দিচ্ছিলেন। ছোট্ট সুপারম্যানের কাণ্ডে সৃষ্টি হয় হাস্যরস।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্টের মায়ের পালক সন্তান ইগনেশিও। সংবিধান সংশোধনী প্রস্তাবে সায় দিতে চিলির নাগরিকদের ভোটের আহ্বান জানাচ্ছিলেন প্রেসিডেন্ট বরিক।

এটিএম/

Exit mobile version