১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হচ্ছে। মহানগর ছাড়া প্রথমে আন্তঃ উপজেলা ও জেলায় বদলি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাক্ষরতা দিবস নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, নীতিমালা অনুযায়ী প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি হবে। নীতিমালার শর্ত না মানা হলে, অনলাইনে সেই আবেদন সাপোর্ট করবে না বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় সচিব আমিনুল ইসলাম বলেন, নিয়োগ ও বদলিতে স্বচ্ছতা আনতে অনলাইন কার্যক্রম নেয়া হয়েছে। ভবিষ্যতে উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার বদলির কার্যক্রম অনলাইনে করা হবে। ১ জানুয়ারি প্রাথমিকের বই দেয়া হবে। সে অনুযায়ী বই ছাপানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply