ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলবেনিয়া

|

আলবানিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। ছবি: সংগৃহীত।

ইরানের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলবেনিয়া। এর জেরে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতসহ সব কূটনীতিক এবং দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। খবর ডয়েচে ভেলের।

বুধবার (৭ সেপ্টেম্বর) একটি ভিডিও বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী এদি রামা। তিনি বলেন, এই মুহূর্ত থেকে ইসলামিক রিপাবলিক অব ইরানের সাথে আমাদের সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত গত জুলাইয়ে আলবেনিয়ায় একটি সাইবার হামলা হয়। ওই হামলার ঘটনার তদন্ত শেষে এমন নির্দেশ দিলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। তার দাবি, বিশাল এই সাইবার হামলার পেছনে ইরানই দায়ী।

এ বিষয়ে এদি রামা বলেন, সাইবার হামলা চালিয়ে সরকারি ব্যবস্থা অচল করে দেয়ার চেষ্টা, ডিজিটাল সিস্টেম মুছে ফেলা এবং সরকারি তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টার কারণে এমন কড়া পদক্ষেপ নেয়া হয়েছে। এ ধরনের হামলা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং একই সাথে নিরাপত্তার জন্যই এটি হুমকিস্বরূপ। এর আগেও ইরানি এজেন্টদের দ্বারা অনেক পরিকল্পিত হামলা ব্যর্থ করেছে আলবেনিয়া। তাই জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার জন্য ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply