টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন না আসলেও দুইটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। দলে প্রত্যাবর্তন করেছেন আজমাতুল্লাহ ওমারজাই আর সুযোগ পেয়েছেন ফারদিন আহমেদ মালিক। বাদ পড়েছেন নাভিন উল হক ও সামিউল্লাহ শেনওয়ারি।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে আফগানিস্তান। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে আফগানদের। অপরপক্ষে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফাইনালের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। আজকের ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত পাকবাহিনীর। যেখানে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
দুই দলের একাদশ
পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।
আফগানিস্তান: হজরাতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, ফারদিন আহমেদ মালিক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
জেডআই/
Leave a reply