রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দিতে নারাজ বাইডেন

|

ছবি: সংগৃহীত।

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়াকে সন্ত্রাসী দেশ হিসেবে তালিকাভুক্ত করবে না যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই তালিকায় রাখা হয়েছে ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া এবং কিউবাকে। এসব দেশের বিরুদ্ধে একাধিক মার্কিন নিষেধাজ্ঞাও জারি রয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন রাশিয়াকে সন্ত্রাসী দেশের তালিকায় রাখলে উল্টে বিপদে পড়বে ইউক্রেন। এর আগে গত সোমবার (৫ সেপ্টেম্বর) রাশিয়াকে সন্ত্রাসী তালিকায় না রাখার বিষয়ে মত দিয়েছিলেন বাইডেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কমিউনিকেশনের প্রধান জন কিরবি বলেন, রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে দেশটিকে চাপে ফেলতে সন্ত্রাসী তালিকায় রাখা যথাযথ কোনো পন্থা নয়।

এদিকে, নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ভিন্নভাবে ইউরোপিয়ান ইউনিয়নের ওপর চাপ প্রয়োগ করছে রাশিয়া। আল জাজিরার তথ্য বলছে, নিষেধাজ্ঞা না ওঠালে গ্যাস দেয়া হবে না, রাশিয়ার পক্ষ থেকে এ কথা সাফ জানিয়ে দেয়া হয়েছে ইউরোপকে। তবে হুঁশিয়ারি দেয়ার পরও নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো লক্ষণ নেই ইউরোপিয়ান ইউনিয়নের। ফলে আসন্ন শীত মৌসুম নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ইউরোপের দেশগুলোতে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply