ফার্মেসিতে মিললো গাঁজা-ইয়াবা: পল্লী চিকিৎসক গ্রেফতার

|

জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত পল্লী চিকিৎসক মো. রুবেল (৩৩)।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ মো. রুবেল (৩৩) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর মহিউদ্দিন বাজারের পশ্চিমে পণ্ডিতের দোকানের রাহাদ মার্কেটের একটি ফার্মেসি থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রুবেল পেশায় একজন পল্লী চিকিৎসক ও রুবেল ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রুবেলের দোকান তল্লাশী করে একটি বালিশের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পেয়ে তাৎক্ষণিক রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ জানান, পল্লী চিকিৎসক রুবেলের ফার্মেসি দোকান থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply