ছন্নছাড়া লিভারপুলকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করলো নাপোলি। ইনজুরি ও সাদিও মানের ক্লাব ছাড়ার ধাক্কা যেনো সামলে উঠতে পারছে না ক্লাবটি। বুধবার রাতে নাপোলির ডিয়াগো আরমেন্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অল রেডসরা ৪-১ গোলে হেরেছে।
স্বাগতিক দর্শকদের হইচইয়ে মুখর মাঠে লিভারপুলের শুরুটা ছিল ঢিলেঢালা। ম্যাচের ৫ মিনিট না পেরোতেই জেমস মিলনার বক্সে ‘হ্যান্ডবল’ করেন। নাপোলি উইঙ্গার মাত্তেও পোলিতানোর শট মিলনারের হাতে লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে লিভারপুলের দুঃস্বপ্নের শুরু করেন পিওতর জেলেনস্কি।
১৮ মিনিটেই গোলের ব্যবধান দ্বিগুণ করতে পারতো নাপোলি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিতে ধরা পড়ে নাপোলির ভিক্টর ওসিমেনকে নিজেদের বক্সে ফাউল করেছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। আবারও পেনাল্টি। চমকে দেয় নাপোলি। আগের পেনাল্টিতে গোল করা জেলেনস্কি বদলে শট নেন ওসিমেন কিন্তু আলিসনের দৃঢ়তায় এবার গোলের দেখা পায়নি নাপোলি।
চাপ বিস্তার করে খেলা স্বাগতিকরা দ্বিতীয় গোল পেয়েছে আধ ঘণ্টার মাথায়। জেলেনস্কির পাস ধরে গোল করেন আন্দ্রে আঙ্গুইসা। বিরতির আগে ৪৪ মিনিটে জিওভান্নি সিমিওনের গোলে আরও পিছিয়ে পড়ে লিভারপুল।
চাপ বিস্তার করে খেলা স্বাগতিকরা দ্বিতীয় গোল পেয়েছে আধ ঘণ্টার মাথায়। জেলেনস্কির পাস ধরে গোল করেন আন্দ্রে আঙ্গুইসা। বিরতির আগে ৪৪ মিনিটে জিওভান্নি সিমিওনের গোলে আরও পিছিয়ে পড়ে লিভারপুল।
২৭ বছর বয়সী নাপোলির এই স্ট্রাইকার চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই গোল করেই হাতে আঁকানো প্রতিযোগিতাটির লোগোর ট্যাটুতে চুমু খান। ১৩ বছর বয়সে এই ট্যাটু আঁকিয়ে জিওভান্নি তার বাবা-মাকে বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগে গোল করে ট্যাটুতে চুমু খাবেন।
When Giovanni Simeone was 13 he got the UCL logo tattooed on his arm, much to the anger and dismay of his parents. His excuse? Promising that he would kiss it when he scores in the competition.
Tonight, on his UCL debut, he scored against Liverpool and kissed the tattoo 💙 pic.twitter.com/rOrtoIvQXS
— ESPN FC (@ESPNFC) September 7, 2022
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল হজম করে ক্লপের দল। যেন নাপোলির ছক ও কাউন্টার অ্যাটাক বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তার শিষ্যরা। ৪৯ মিনিটে এক গোল শোধ করেন লুইজ দিয়াজ। পরের সময়টা আরও কিছু আক্রমণ করেও সালাহ-ফিরমিনো-নুনেজরা গোল ধাঁধা মেটাতে পারেননি।
ইউএইচ/
Leave a reply