চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাপ দিয়ে টোকন (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। জুয়া খেলার সংবাদ পেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ক্যাম্প পুলিশ ঘটনাস্থল ভাংবাড়িয়া কারিগর পাড়ায় অভিযান চালালে টোকনসহ দুইজন নদীতে ঝাপ দেন। নদী থেকে একজন সাঁতরে ওপারে গিয়ে উঠলেও রাত পর্যন্ত টোকনের সন্ধান মেলেনি। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপারসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নিখোঁজ টোকনের সন্ধানে ডুবুরি দলকে ডাকা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া কারিগর পাড়ায় জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড় দেয়। দু’জনকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাপ দেয় ভাংবাড়িয়া নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে টোকন ও কারিগর পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন নদী পার হয়ে ওপারে গিয়ে উঠলেও দিনভর টোকনের কোনো সন্ধান মেলেনি। এ সংবাদ শোনার পর চুয়াডাঙ্গা অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি তদন্ত আব্দুল আলিম। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম মাথাভাঙ্গার তীরে উপস্থিত হয়। তারাও নদীতে অনেক খোঁজাখুঁজি করেও টোকনের কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে খুলনার ডুবুরি দলকে ডাকা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি তদন্ত আব্দুল আলিম জানান, ভাংবাড়িয়ায় জুয়া খেলা হচ্ছে সংবাদ পেয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। অপর দু’জন মাথাভাঙ্গা নদীতে ঝাপ দেন। একজন নদী থেকে উঠলেও অন্য জনকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধার করতে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে।
এটিএম/
Leave a reply