কানাডায় ছুরি হামলা: গ্রেফতারের পর মাইলি স্যান্ডারসনের মৃত্যু

|

মাইলি স্যান্ডারসন। ছবি: সংগৃহীত

গ্রেফতারের কিছুক্ষণ পরই মৃত্যুবরণ করলেন কানাডার সাসকাচুয়ানে ম্যাস কিলিংয়ের ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় আততায়ী মাইলি স্যান্ডারসন। বুধবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।

বিবৃতি অনুসারে, ব্যাপক তল্লাশির পর স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে রোজদার্ন শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গাড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও পায় পুলিশ সদস্যরা। কিন্তু নিরাপত্তা বাহিনীর গাড়িতে তোলার পরই গুরুতর অসুস্থ হয়ে পরে স্যান্ডারসন। স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ছুরিকাঘাতে আগেই আহত ছিলেন হামলাকারী। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে। এর আগে, মাইলির অপরাধের সহযোগী ড্যামিয়েন স্যান্ডারসনের মরদেহ খুঁজে পায় নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, গত রোববার সাসকাচুয়ানের ১৩টি জায়গায় পৃথকভাবে হামলা চালায় দুই আততায়ী। এতে প্রাণ হারান ১০ বাসিন্দা; আহত হয় ১৮ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply