ফের বৈঠকে বসছেন পুতিন ও শি জিনপিং

|

ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মাঝেই ফের বৈঠকে বসবেন পুতিন-শি জিনপিং। বুধবার (৭ সেপ্টেম্বর) রুশ কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

সংবাদ সংস্থাটি জানায়, আগামী সপ্তাহে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন সাম্মেলনে উজবেকিস্তানে বৈঠকে বসবেন এই দুই নেতা। করোনা মহামারির শুরুর পর এটিই হতে যাচ্ছেন শি’র প্রথম বিদেশ সফর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর সাথে বেইজিংয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হতে দেখা গেছে। আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায় জিনপিং প্রশাসন। বরং বেড়েছে বাণিজ্যিক সম্পর্ক। তাই বৈঠকটি দিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পশ্চিমা ইস্যুতে এজেন্ডা বাস্তবায়নসহ নানা দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে গেল ফেব্রুয়ারিতে সবশেষ মুখোমুখি বৈঠক করেন এ দুই নেতা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply