স্টাফ করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় অডিট করতে যাওয়া এক ভুয়া অডিটরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে পৌরসভা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় আটককৃত ব্যক্তিদের ব্যবহারকৃত মোবাইল, সাথে থাকা নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার চক-নাজিরপুর গ্রাম নিবাসী ভুয়া অডিট কর্মকর্তা পরিচয়দানকারী এসএম ইউনুস আলী, একই গ্রামের অডিটরের সহযোগী পরিচয় দেয়া সুমন আলী ও রাজশাহীর পবা উপজেলার বাঘমারা গ্রাম নিবাসী গাড়ি চালক শামীম পারভেজ ।
গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক কামাল আনোয়ারের স্বাক্ষর ও স্বারক নকল করে গত ২২ আগস্ট নাটোরের গুরুদাসপুর পৌরসভার কার্যক্রম নিরীক্ষার জন্য একটি অফিস আদেশ পাঠানো হয়। ওই আদেশের আলোকে নিজেকে মন্ত্রনালয়ের নিরীক্ষা কর্মকর্তা পরিচয় দাবি করে গত ৩ সেপ্টেম্বর গুরুদাসপুর পৌরসভায় ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আসেন এস এম ইউনুস আলী। তাদের কার্যক্রমে সন্দেহ হওয়ায় পরে খোঁজ নিয়ে জানা যায় অডিটে আসা অডিটরটি ভুয়া।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তারা আবারও অডিটে এলে তাদের আটকে রেখে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এসএইচ
Leave a reply