৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে এই ফরম্যাটে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৫ রান তোলে অস্ট্রেলিয়া। অজিরা প্রথম ৫ উইকেট হারায় মাত্র ৫৪ রানেই। একে একে ফিরে যান অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মারনাশ লাবুশেন, মার্কাস স্টোয়নিস ও অ্যালেক্স কেরিরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে গ্লেন ম্যাক্সওয়েলের সাথে ৪৯ রানের জুটি গড়েন তিনে খেলতে নাম স্টিভেন স্মিথ।
১০৩ রানের মাথায় ম্যাক্সওয়েল ২৫ রান করে আউট হন। দ্রুতই ফিরে যান শন অ্যাবোট ও স্টিভেন স্মিথও। তবে শেষদিকে জাম্পার ১৬ ও হ্যাজলউডের ২৩ রানে ১৯৫ রান তুলতে পারে ক্যাঙ্গারুরা। দলের একমাত্র ব্যাটার হিসেবে অর্ধশতকের দেখা পান স্টিভেন স্মিথ (৬১)।
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট। এছাড়া ৩টি উইকেট শিকার করেছেন আরেক পেসার ম্যাট হেনরি।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। সেই বিপর্যয় আর ঠেকাতে পারেনি কেন উইলিয়ামসনরা। ধারাবাহিক উইকেট পতনে অলআউট হয়েছে মাত্র ৮২ রানে।
অজিদের হয়ে ৯ ওভারে ৩৫ রানের খরচায় ৫ উইকেট নিয়েছেন জাম্পা। দুইটি করে উইকেট শিকার করেছেন পেসার মিচেল স্টার্ক ও শন অ্যাবোট।
এর আগে, শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের করা ২৩২ রান ৩০ বল হাতে রেখে পৌঁছে যায় অজিরা।
জেডআই।
Leave a reply