মাস দুয়েকের মধ্যে স্বাভাবিক হবে ডলারের দাম, আশা ব্যাংকারদের

|

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমে আসায় মাস দুয়েকের মধ্যে ডলারের দাম স্বাভাবিক হয়ে আসবে। বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক শেষে এ আশার কথা শোনালেন ব্যাংকাররা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অ্যাসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি এবং ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসিয়েশন, বাফেদার সাথে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে বৈদেশিক মুদ্রাবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এসময় আমদানি-রফতানির বর্তমান পরিস্থিতি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা নিয়েও আলোচনা হয়। ডলারের বাজার পর্যালোচনায় আগামী সপ্তাহের শুরুতে আবারও বৈঠকে বসার কথা রয়েছে বাফেদা এবং এবিবির।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply