‘ভুল সিদ্ধান্তে’ এশিয়া কাপ থেকে ভারতের বিদায়

|

ছবি: সংগৃহীত

চলছে এশিয়া কাপের ১৫তম আসর। এরইমধ্যে আসরের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। অথচ, এবারের আসরের অন্যতম ফেবারিট দল ছিল ভারত। সমর্থকদের মনে আশা জেগেছিলো এবারের আসরে তৃতীয়বারের মতো ভারত-পাকিস্তান মহারণ দেখার। কিন্তু সে আশায় গুঁড়ে বালি। টানা দুই হারে ফাইনালে খেলা হয়নি রোহিত শর্মার দলের।

অন্যদিকে, ভারতের কাছে হেরে এবারের আসরে যাত্রা শুরু করে পাকিস্তান। আর আফগানিস্তানের কাছে হেরে হতাশাজনক অবস্থানে ছিল শ্রীলঙ্কা। সেই দুই দলই এবারের আসরের ফাইনালে।

সুপার ফোরের দু’টি ম্যাচই হেরেছে ভারত। পাকিস্তানের কাছে হারলেও, শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনাল থেকেই ছিটকে যায় রোহিত শর্মার দল। তাইতো হারের ময়নাতদন্ত চলছে দেশটির সমর্থক ও সংশ্লিষ্টদের মধ্যে।

রবীন্দ্র জাদেজা ইনজুরিতে পড়ায় সুপার ফোরে অলরাউন্দার দীপক হুদাকে নিয়ে খেলতে হয়েছে ভারতকে। দুই ম্যাচেই ৭ নম্বরে নেমেছেন দীপক। পাকিস্তানের সাথে করেছেন ১৪ বলে ১৬ রান ও শ্রীলঙ্কার সাথে মাত্র ৪ বল খেলেই ফেরেন এই ব্যাটার। দীপক একজন টপ অর্ডার ব্যাটার হলেও তাকে ফিনিশার হিসাবে খেলানোটা বড় ভুল হিসাবে দেখছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার রবিন উত্থাপা।

উথাপ্পা বলেছেন, ভারত যাদের দলে রেখেছে তাদের সঠিক পজিশনে খেলায়নি। দীপক হুদা ফিনিশার নয়। এই ভূমিকায় তার খেলার কোনো অভিজ্ঞতা নেই। এশিয়া কাপের মতো একটি টুর্নামেন্টের শেষের দিকে এমন সিদ্ধান্ত নেয়াটা ঠিক হয়নি টিম ম্যানেজমেন্টের।

দলের যে জায়গা গুলোতে সমস্যা নেই সেই জায়গাগুলো নিয়ে বেশি ভাবছে ভারত, এমনটাই জানান দলের বাইরে থাকা এই ওপেনার। যা এশিয়া কাপে ভারতের ব্যার্থতার কারণ হিসাবে দেখেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply