মুক্তি পেলো স্পিলবার্গের নতুন সিনেমা ‘দ্য ফ্যাবেলম্যানস’ এর পোস্টার

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

মুক্তি পেয়েছে স্টিভেন স্পিলবার্গের আসন্ন সিনেমা ‘দ্য ফ্যাবেলম্যানস’ এর নতুন পোস্টার। শনিবার (১০ সেপ্টেম্বর) টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে সিনেমাটির। পোস্টারে তরুণ স্পিলবার্গকে হেঁটে যেতে দেখানো হয়েছে পেছন থেকে। সামনে হলিউডের ঝলমলে দুনিয়া।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় স্পিলবার্গের শৈশব-কৈশোর ও তার বেড়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দ্য ফ্যাবেলম্যানস’। বাবা-মায়ের স্পিলবার্গের সম্পর্কই নতুন এ সিনেমার মূল প্রতিপাদ্য। তবে এটিকে পুরোপুরি বায়োপিক বলা যাচ্ছে না-বলে জানিয়েছেন স্পিলবার্গ নিজেই।

প্রসঙ্গত, স্পিলবার্গের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য ওয়েস্ট সাইড স্টোরি’। যেটি অস্কারে পেয়েছে সাতটি মনোনয়ন। এ চলচ্চিত্রের জন্য অভিনেত্রী আরিয়ানা ডিবোস জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply