ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ’র মৃত্যুতে আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর)এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় রানি এলিজাবেথকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা অবস্থায় ৯৬ বছর বয়সে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।
তিনি ছিলেন যুক্তরাজ্য এবং আরও ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানি। এলিজাবেথ লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেসের প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন।
১৯৫২ সালে তার বাবা মারা গেলে এলিজাবেথ কমনওয়েলথের প্রধান হন এবং সাতটি কমনওয়েলথভুক্ত দেশের রেজিমেন্টের প্রধান হন। ২০১৭ সালে, তিনি নীলকান্তমণি জয়ন্তীতে পৌঁছানো প্রথম ব্রিটিশ রাজ্যশাসক হয়েছিলেন।
/এনএএস
Leave a reply