ড. আকবর আলি খানের প্রতি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা

|

অর্থনীতিবিদ, লেখক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গুলশানের বাসার নিচে তার মরদেহ রাখা ঞয়। সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

সকালে গুলশান আজাদ মসজিদে গোসল শেষে বাসায় নেয়া হয় আকবর আলি খানের মরদেহ। বাদ জুমা গুলশান আজাদ মসজিদে জানাজা হবে তার। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন আকবর আলি খান। একদিন আগে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষাও করান। বড় ধরনের কোনো বিপদ তখনও কেউ আঁচ করতে পারেনি। বৃহস্পতিবার রাতে আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে নেয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রাত সাড়ে ১০টার দিকে মারা যান বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক সফল এই আমলা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply