চেলসির নতুন কোচ গ্রাহাম পটার

|

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন গ্রাহাম পটার। আগামী পাঁচ বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ৪৭ বছর বয়সী এই কোচ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো জাগরেবের কাছে হারের পর বুধবার বরখাস্ত করা হয় টমাস টুখেলকে। তার অধীনে লিগেও সময়টা ভালো যাচ্ছিল না ব্লুজদের। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ষষ্ঠ স্থানে।

এদিকে নতুন কোচ পটারের অধীনে দারুণ শুরু ছিল ব্রাইটনের। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান ক্লাবটির। যার পুরস্কার পেলেন গ্রাহাম পটার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply