মানবিক দিক বিবেচনা করে বিপদগ্রস্ত রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ করে শিশু ও নারীদের পাশে দাঁড়ানোর আহবান তার। রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প ঘুরে দেখেন ইউনিসেফের এই শুভেচ্ছাদূত। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’
ভিডিও বার্তায় সাকিব আরো বলেন, ‘আমি জানি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে। বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও তাদের অনেক সাহায্য প্রয়োজন। এখানে নারী এবং বাচ্চার সংখ্যা অনেক বেশি। সাহায্য করার জন্য ইউনিসেফের ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’
টিবিজেড/
Leave a reply