আফগান খেলোয়াড় ও সমর্থকদের করা অপ্রাত্যাশিত আচরণ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয় আফগানিস্তানের। আর পাকিস্তানের নিশ্চিত হয় ফাইনাল। দলের এমন হার মেনে নিতে পারেননি আফগান সমর্থকরা। স্টেডিয়ামেই বাঁধান হুলস্থুল। চেয়ার উপড়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা করেন তারা।
এদিকে মাঠেও ছড়িয়েছে এর রেশ। পাকিস্তানি ব্যাটার আসিফ আলির উইকেট নিয়ে আফগান পেসার ফরিদ আহমেদ মাঠে যে আচরণ দেশিয়েছেন তা নিয়েও সমালোচনা হয়েছে বিশ্লেষকদের মধ্যে।
পাকিস্তানিদের ওপর স্টেডিয়ামে হওয়া সেই হামলার ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। লিখেছেন, খেলায় এগিয়ে যেতে হলে ভক্ত এবং খেলোয়ারদের কিছু জিনিস শিখতে হবে।
শোয়েব আখতারের সেই টুইটের রিপ্লাই দিয়েছেন আফগান বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই। লিখেছেন, কোনো মন্তব্যে জাতিকে না জড়াতে।
জেডআই/
Leave a reply