এবার পাকিস্তান দলের মেন্টর হেইডেন

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক মারকুটে ওপেনার ম্যাথু হেইডেন। শুত্রুবার (৯ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করেছেন হেইডেন। সাফল্যও পেয়েছিলো দল। আসরের সেমিফাইনালে খেলেছিলো পাকিস্তান। সেইসাথে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে সবার নজর কেড়েছিলো দলটি। তাইতো আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টেও হেইডেনের উপরই আস্থা রাখছে পিসিবি। আগামী ১৫ অক্টোবর ব্রিসবেনে দলের সাথে যোগ দিবেন ম্যাথু হেইডেন।

আরও পড়ুন: আফগান খেলোয়াড় ও সমর্থকদের বিরুদ্ধে আইসিসির কাছে পাকিস্তান বোর্ডের নালিশ

এশিয়া কাপ খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে পাকিস্তান। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে সুপার ফোরের শেষ ম্যাচ। এই দুই দলই আবার পোঁছে গেছে ফাইনালে। তাই ফাইনালেও আবারও মুখোমুখি হবে এই দুই দল।

সূত্র: দ্য স্টেটসম্যান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply