নবম পে স্কেল বাস্তবায়নসহ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি

|

পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করা, কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা ও সর্বস্তরে সচিবালয়ের মতো পদ-পদবীসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি বিষয়ে বিস্তারিত জানানো হয়। বক্তারা বলেন, বাজারে সবকিছুর দাম বাড়লেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়েনি। দীর্ঘদিন ধরেই তারা একই বেতন কাঠামোয় চাকরি করে যাচ্ছে। বাড়তি কোনো সুযোগ-সুবিধা না থাকায় বর্তমান বেতনে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তারা। এ অবস্থায় দ্রুত নবম বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা।

একইসঙ্গে, পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা দেয়ারও দাবি জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা।

আরও পড়ুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৪ অনুসারী আটক, ঘর ছেড়েছিল ‘হিজরতের’ উদ্দেশ্যে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply