পাকিস্তানিদের ওপর হামলার দায়ে গ্রেফতার ৩৯১ আফগান সমর্থক

|

ছবি: সংগৃহীত

গ্যালারিতে ভাংচুর ও পাকিস্তানিদের ওপর হামলার দায়ে ৩৯১ জন আফগান সমর্থককে গ্রেফতার করেছে আরব আমিরাত পুলিশ। এছাড়া পাকিস্তানের ব্যাটার আসিফ আলী ও আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদ মালিককে শাস্তি দিয়েছে আইসিসি।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয় আফগানিস্তানের। আর পাকিস্তানের নিশ্চিত হয় ফাইনাল। দলের এমন হার মেনে নিতে পারেননি আফগান সমর্থকরা। স্টেডিয়ামেই বাধান হুলস্থুল। চেয়ার উপড়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা করেন তারা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্র ধরে ৯৭ জন আফগান ও পাকিস্তানের সঙ্গে মারামারির ঘটনায় আরব আমিরাতের বিভিন্ন অংশ থেকে আরও ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: হারার পর পাক সমর্থকদের ওপর আফগান সমর্থকদের হামলা (ভিডিও)

ছবি: সংগৃহীত

এর আগে, আসিফ আলীকে আউট করে উদযাপনে মেতেছিলেন ফরিদ। এরপর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আসিফ। পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আফগান পেসারও। এই ঘটনায় আসিফ আলী ও ফরিদ আহমেদকে জরিমানা করা হয়েছে তিন হাজার দিরহাম, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকা।

আরও পড়ুন: আফগান খেলোয়াড় ও সমর্থকদের বিরুদ্ধে আইসিসির কাছে পাকিস্তান বোর্ডের নালিশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply