চিলিতে উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন অব্যাহত

|

উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে চিলি অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানী সান্তিয়াগোতে শিক্ষার্থী ও পুলিশের ভেতর ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এদিন মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয় বিক্ষোভরত শিক্ষার্থীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। সে সময় পুলিশকে লক্ষ্য করে, পাল্টা ইট পাটকেল ছোঁড়ে আন্দোলনকারীরা। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাখাতে বাজেট বাড়ানো, বিনামূল্যে যাতায়াত, নিরাপদ ক্লাসরুম আইনের দাবিতে গেল কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভে উত্তাল চিলি। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে ২০১৯ সালেও উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন হয়েছিল দেশটিতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply