Site icon Jamuna Television

কোচিং থেকে আর বাড়ি ফেরা হলো না ১০ম শ্রেণির ছাত্র আলীর

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তেজগাঁও বিজ্ঞান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকল সাড়ে ৮ টায় মৃত ঘোষণা করেন।

বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন। বিজ্ঞান স্কুলের দশম শ্রেণিতে পড়তে সে। তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সাথে থাকতো সে।

তার বাবা আজমির হোসেন জানান, সকাল ৬ টার দিকে কোচিং এর উদ্দেশে বাসা থেকে বের হয় আলী। এরপর ৮ টার দিকে খবর পান সে রোড এক্সিডেন্ট করেছে। তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে তিনি আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি।

/এনএএস

Exit mobile version