শক্তিশালী বাহরাইনকে রুখে দিলো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে বাছাই পর্বের খেলায় শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছে বাংলাদেশ। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে মানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে ফেভারিট হিসেবে বাংলাদেশকে আতিথ্য দেয় বাহারাইন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে বাংলাদেশ। তবে গোছালো আক্রমণ না হওয়ায় তা সফলতার মুখ দেখেনি।

তবে, সময় গড়ানোর সাথে সাথে নিজেদের খোলস ছেড়ে বের হতে শুরু করে বাহরাইন। বেশ কিছু আক্রমণ করলেও তা বাংলাদেশের রক্ষণের কাছে পরাস্ত হয়। নিশ্চিত দুইটি গোল আটকে দিয়েছেন গোলকিপার শান্ত কুমার। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই গ্রুপের বাকি ৩ দল কাতার, নেপাল ও ভুটান।

আরও পড়ুন: মেসির অ্যাসিস্টে নেইমারের গোল, পিএসজির কষ্টার্জিত জয়

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply