Site icon Jamuna Television

মস্কোর ৮৭৫তম বর্ষপূর্তিতে যা জানালেন পুতিন

আসন্ন শীত মৌসুমে ইউক্রেনীয় হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে দোনেৎস্ক ও লুহানস্ক এলাকা। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী মস্কোর ৮৭৫তম বর্ষপূর্তি উদযাপনে রাখা ভাষণে এ মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

পুতিন জানান, স্বাধীন ঘোষিত এলাকাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে রুশ বাহিনী। একইসাথে মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও অঞ্চলগুলোর সংস্কারে তারা কাজ করে যাচ্ছেন। খুব শিগগিরই অঞ্চলগুলো ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এমনটাই তার প্রত্যাশা। তাছাড়া মস্কোকে আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ দেন তিনি।

বাসিন্দাদের ভূয়সী প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, আর্থ-সামাজিক পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে তৎপর মস্কোবাসী। সে কারণেই বিশ্বের মেগা সিটিগুলোর মাণদণ্ডে শীর্ষ অবস্থানে রুশ রাজধানী। পরে ইন্টারন্যাশনাল সাম্বো সেন্টারে ইউরোপের সবচেয়ে বড় নাগরদোলার উদ্বোধন করেন ভ্লাদিমির পুতিন।

এটিএম/

Exit mobile version