হয়রানির অভিযোগে নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগে নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফকে তলব করেছে নাটোরের সিনিয়র জুডিশিয়াল আদালত।

এনআইডি কার্ডে জন্মস্থান সংক্রান্ত ভুলের কারণ দেখিয়ে মোছা. রওশন আরা বেগম নামে এক পাসপোর্ট গ্রহীতাকে হয়রানির ঘটনায় ওই নারী আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগের প্রেক্ষিতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোববার দুপুরে মো. মোসলেম উদ্দীন এ আদেশে দেন।

আদেশে আগামী ১৪ সেপ্টেম্বর নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না সশরীরে হাজির হয়ে আদালতকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ৩ জুলাই যমুনা টেলিভিশনে নাটোর পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার হলে প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু দুই মাস পেড়িয়ে গেলেও তা আলোর মুখ দেখেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply