ফাইনালেও ব্যর্থ বাবর, জোড়া আঘাতে চাপে পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো এক এশিয়া কাপ কাটালেন বাবর আজম। সেই সাথে একদমই সুবিধা করতে পারছেন না ফখর জামানও। এই দুই ব্যাটারকে শুরুতেই হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাপে পড়েছে পাকিস্তান। প্রতিবেদনটি লেখার সময় পাকিস্তানের রান ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৩ রান।

বাবর আজম ব্যাট হাতে অনেকটাই অচেনা ব্যাডপ্যাচ পার করছেন। পুরো এশিয়া কাপেই ব্যর্থ পাকিস্তানের এই অধিনায়ক ফাইনালের বড় মঞ্চে খুঁজে পাননি রান। প্রমোদ মাদুশানের বলে শর্ট ফাইন লেগে মাদুশানকার তালুবন্দি হন তিনি মাত্র ৫ রান করে। পরের বলেই তিনে নামা ফখর জামানও মাদুশানের বলে বোল্ড হয়ে ফেরেন। এই দুই উইকেট হারিয়ে সাময়িক চাপে রয়েছে পাকিস্তান।

ক্রিজে এখন ইনফর্ম মোহাম্মদ রিজওয়ানের সাথে আছেন ইফতিখার আহমেদ। তবে লঙ্কানদের সাথে এই আসরে আগের দুই দেখায় রান পাননি রিজওয়ান। আজ বড় মঞ্চে এই ডানহাতি ব্যাটারের দিকেই তাকিয়ে আছে পাকিস্তান।

এর আগে, ভানুকা রাজাপাকসের ৪৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে শুরুর বিপর্যয় কাটিয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: ফাইনাল জমিয়ে তুলে পাকিস্তানের সামনে ১৭১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply