বান্দরবান সীমান্তের উত্তেজনা মিয়ানমার থেকে রোহিঙ্গা তাড়ানোর জন্য নয়: পররাষ্ট্র সচিব

|

বান্দরবান সীমান্তে চলমান উত্তেজনা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের তাড়ানোর জন্য নয়, নেপিডো এমনটাই জানিয়েছে ঢাকাকে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা জানিয়েছেন। পররাষ্ট্র সচিব জানান, মিয়ানমারের গোলাবর্ষণ পরিকল্পিত নয়। তবে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

গত ৯ সেপ্টেম্বর বিকেল থেকে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। হঠাৎ তুমব্রু কোনার পাড়া এলাকার সিএনজি চালক শাহজাহানের বাড়ির উঠানে একটি রাইফেলের গুলি এসে পড়ে। ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে টহলরত বিজিবিকে খবর দিলে তারা এসে গুলিটি নিয়ে যায়। গুলি এসে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান।

তবে এলাকার বসবাসরত সবাইকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এবং বিজিবির টহল অব্যাহত রয়েছে। গেলো কয়েকদিন ধরেই নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে মিয়ানমার সেনাবাহিনী। এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশের সীমান্তে গুলি করা হয়। এসব ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply