ভারতের নাগরিকত্ব সংশোধন আইন মামলার শুনানি শুরু আজ

|

ভারতের বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে শুনানি শুরু হবে আজ সোমবার (১২ সেপ্টেম্বর)। আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে করা বেশকিছু আবেদনের প্রেক্ষিতে ভারতীয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চে শুনানি শুরু হবে আজ।

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে নরেন্দ্র মোদি সরকার। এই নতুন আইনের বিরুদ্ধে ভারত জুড়ে চলে বিক্ষোভ-প্রতিবাদ। পথে নামে একাধিক বিরোধী রাজনৈতিক দল এবং বহু সংগঠন। অন্যদিকে দ্রুত সিএএ কার্যকর করার দাবিও তোলে বিভিন্ন পক্ষ। বিবাদের মুখে আইন বাস্তবায়ন স্থগিত রাখে মোদি প্রশাসন।

এদিকে আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে ২শর বেশি আবেদন করা হয় আদালতে। সেই আবেদনের ভিত্তিতেই শুনানি অনুষ্ঠিত হবে আজ। বিতর্কিত আইনটিতে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের ধর্মীয় কারণে ভারতে নাগরিকত্ব দেয়া হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply