বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

|

বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। এরই মধ্যে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

মূলত, রোববার (১১ সেপ্টেম্বর) থেকেই সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে। কখনও গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে চলছে বৃষ্টিপাত। বৃষ্টির পানিতে ডুবে গেছে শহরের রাস্তাঘাট।

নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। অনেক নৌযান এরই মধ্যে ফিরে এসেছে অবতরণ কেন্দ্রে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply