এশিয়া কাপের ফাইনালে লঙ্কানদের কাছে ২৩ রানে হেরেছে পাকিস্তান। ১৭১ রান তাড়া করতে নেমে রিজওয়ান ও ইফতিখার বাদে কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। যেখানে ফাইনালে পাকিস্তানের মিডলঅর্ডারের দুর্বলতা চোখে পড়েছে সবার। চোখ এড়ায়নি পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টি খেলা শোয়েব মালিকেরও।
শ্রীলঙ্কার কাছে হারের পর টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। টুইটারে নিজের মনের কষ্ট প্রকাশ করে মালিক লিখেছেন, আমরা কবে বন্ধুত্ব, পছন্দ-অপছন্দের সংস্কৃতি থেকে বের হতে পারবো? সৃষ্টিকর্তা সব সময় সৎকে সাহায্য করেন।
– When will we come out from friendship, liking & disliking culture.
Allah always helps the honest…— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) September 11, 2022
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথে দারুণ খেলেছিলেন শোয়েব মালিক। গত নভেম্বরে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। সে সিরিজে দুই ম্যাচ খেলে একটিতে ০ রানে আউট হন এবং শেষ ম্যাচে তার ব্যাটিংয়ে নামার দরকার হয়নি।
এদিকে শোয়েব মালিকের ওই টুইটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল। তিনি লিখেছেন, ওস্তাদজি, এতটা সৎ হবেন না। এছাড়াও পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ ও ‘সামা টিভি’র সংবাদকর্মী ওয়াজহাত কাজমি শোয়েবের এই টুইটে মন্তব্যে লিখেছেন, সত্যটা বলা হলো।
পাকিস্তানের মিডলঅর্ডারের ব্যর্থতায় রোববার (১১ সেপ্টেম্বর) লঙ্কানদের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ান (৪৯ বলে ৫৫) এবং ইফতিখার আহমেদ (৩১ বলে ৩২) ছাড়া আর কেউ ব্যাটিংয়ে দাঁড়াতে পারেননি। মিডল অর্ডারে ফখর জামান (০), মোহাম্মদ নওয়াজ (৬), খুশদিল শাহ (২) ও আসিফ আলী (০) রানে আউট হন।
ইউএইচ/
Leave a reply