ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাথে নিজের একদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলিউডের আলোচিত ও সমালোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত বলেছেন, সেদিন আমাকে নিয়ে রাম রহিমের খারাপ উদ্দেশ্য ছিল।
হরিয়ানায় সিরসার ডেরার ভেতর ব্যক্তিগত গুহায় (গুফা) নেশাজাতীয় পানীয় দিয়ে তাঁকে রাম রহিম অচেতন করেছিলেন বলে দাবি করেছেন রাখি। আজ রোববার জি নিউজের প্রতিবেদনে বলা হয়, রাম রহিম সিংয়ের জীবন নিয়ে তৈরি ফিল্মে পালিত কন্যা হানিপ্রীত ইনসানের চরিত্রে অভিনয় করছেন রাখি সাওয়ান্ত।
ফিল্মটি সম্পর্কে দেয়া এক সাক্ষাৎকারে রাখি বলেন, ‘ওই দুজনের (রাম রহিম ও হানিপ্রীত) মুখোশ উন্মোচনের জন্য আমিই সেরা ব্যক্তি।’ তিনি বলেন, ‘সাড়ে তিন বছর ধরে আমি রাম রহিম ও তাঁর পালিত কন্যা হানিপ্রীতকে জানি। তাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আমার দেখাও হয়েছে। একবার আমি ডেরার ভেতর রাম রহিমের গুহায় (গুফা) গিয়েছিলাম। রাম রহিম তাঁর জন্মদিনে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেখানে বুঝতে পেরেছিলাম, রাম রহিমের সঙ্গে আমার এই ঘনিষ্ঠ সম্পর্ক হানি ভালোভাবে দেখেননি। তার ভয় ছিল, আমি হয়তো তার প্রেমিককে বিয়ে করে ফেলব। সে সময় রাম রহিমের নারী অনুসারীদের নির্যাতন ও পুরুষ অনুসারীদের খোজা করার বিষয়টি জানা ছিল না। তবে তিনি সব সময় নারীবেষ্টিত থাকতেন।’
রাখি সাওয়ান্ত আরও বলেন, ‘একবার আমি ডেরার ভেতর রাম রহিমের গুহায় (গুফা) গিয়েছিলাম। সেখানে আমাকে নেশাজাতীয় পানীয় খাওয়ানো হয়েছিল। অচেতন হয়ে পড়েছিলাম। আসলে আমার দিকে “বাবার” কুদৃষ্টি ছিল। এ ছাড়া রাম রহিমের কাছাকাছি যাওয়াটা হানিপ্রীত ভালো চোখে দেখেননি। হানি একবার আমাকে ছাড় দেওয়ার কথা বলেছিলেন। এখন বুঝেছি ওই ছাড় আসলে “কাস্টিং কাউচ”।
/কিউএস
Leave a reply