প্রশ্ন শুনে ক্ষিপ্ত রমিজ রাজা, কেড়ে নেন ভারতীয় সংবাদকর্মীর ফোন!

|

সমথর্করা পাকিস্তানের এই দল নিয়ে খুশি নয়; এশিয়া কাপের ফাইনালের পর ভারতীয় সংবাদকর্মীর এমন মন্তব্যে ক্ষেপে যান পিসিবি সভাপতি রমিজ রাজা। কেড়ে নেন সেই সংবাদকর্মীর মোবাইল ফোন। সেই সাথে জানিয়ে দেন, পাকিস্তানের সমর্থকরা এই দল নিয়ে বেশ খুশি। এই দল আগামী বিশ্বকাপ জিতবে বলেও ভবিষ্যদ্বাণী করেন রমিজ রাজা।

ভারতের বিদায়ে এশিয়া কাপ স্বাভাবিকভাবেই হারায় কিছুটা রঙ। সেই সাথে, চ্যাম্পিয়ন কে হবে, তার আলোচনাত আটকে যায় কেবল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেই। তার মধ্যেও আবার ফেভারিট ছিল বাবর আজমের দল। দলে তারকাখ্যাতি তেমন কারো মাঝে ছিল না বলে আলোচনায় লঙ্কানরা এসেছে কমই। তার ওপর টস ভাগ্যেও এগিয়ে যায় পাকিস্তান। এগিয়ে যায় ম্যাচেও শুরুতেও। কিন্তু উদ্ভট উপায়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার জন্য পাকিস্তান যে বহুদিন ধরেই কুখ্যাত, সেই পুরনো ধারণারই নবায়ন করলো বাবর আজমের নেতৃত্বে তরুণ এই দল।

আর ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা; ক্ষণে ক্ষণে রুপ বদলায়, রোমাঞ্চ ছড়ায়। পাকিস্তানকে সুপার ফোরের শেষ ম্যাচে পাত্তাই না দিয়ে হারানোর পর ফাইনালেও লঙ্কানরা ঘটায় পুনরাবৃত্তি। চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে শ্রীলঙ্কা করে উল্লাস, আর সেখানে দর্শক পাকিস্তান। পরাজয়ের পর রমিজ রাজা যদি ভদ্রতা-ভব্যতা ভুলেই যান, সে জন্য স্বদেশীর সহানুভূতিই কেবল পাবেন তিনি।

পাকিস্তানের এই দল নিয়ে চলছে শোয়েব মালিকসহ সাবেকদের সমালোচনা ও কাঁটাছেড়া। বন্ধুত্ব, নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতেই যে টিম ম্যানেজমেন্ট গড়ছে এই দল তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে ভারতীয় এক সাংবাদিক পিসিবি সভাপতি রমিজ রাজাকে বলেন, পাকিস্তানের এমন হারে দেশটির সমথর্করা খুব মন খারাপ করেছে। তখন বেশ কড়া জবাব দিয়েছেন রমিজ রাজা। কথা কাটাকাটির এক পর্যায়ে ভারতীয় সংবাদকর্মীর মোবাইল কেড়ে নেন রমিজ রাজা। অবশ্য সেটি সাথে সাথে ফিরিয়েও দেন। পাকিস্তানের হারে মনের মধ্যে বয়ে যাওয়া ঝড় যে পিসিবি সভাপতি সামলাতে পারেননি সেটিরই দেখা মিললো দুবাইতে।

আরও পড়ুন: পাকিস্তান হারতেই শ্রীলঙ্কার পতাকা হাতে মাঠে নেমে গম্ভীরের উল্লাস

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply