বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল সৌদি ফুটবলাররা

|

দারুণ জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। মাঠে বড় দলগুলোকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। এরই মধ্যে, ঘটে গেলো আরেকটি বড় ঘটনা। আরেকটু হলেই এটি ট্রাজেডি হয়ে যেতে পারতো। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সৌদি আরবের খেলোয়াড়দের বহনকারী বিমান।

২০ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য মস্কো থেকে রোস্তভ যাওয়ার পথে আকাশেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। রাশিয়ান এয়ারলাইন্সের এ-৩১৯-১০০ মডেলের এয়ারবাস বিমানটিতে সৌদি আরবের ফুটবলার, সাপোর্ট স্টাফসহ অনেকেই ছিলেন। বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় এমন দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সৌদি আরব ফুটবল ফেডারেশন জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। রাশিয়ার রোস্তভের বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানায় তারা।

এবারের বিশ্বকাপে শুরুটাও খুব একটা ভালো হয়নি সৌদি আরবের। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে হারতে হয়েছে তাদের। এর মধ্যে এমন একটি ঘটনায় তাদের মনে ঝড়ই বয়ে যাওয়ার কথা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply