বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত

|

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যথারীতি উত্তাল রয়েছে সাগর। প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল।

সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল আছে। লাইটার জাহাজ বহিঃনোঙরে যেতে না পারলেও চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশ দেয়া হয়েছে আগেই।

তীব্র জোয়ারে আবারও কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪০ মিলিমিটারের ওপর বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীজুড়েও বৃষ্টিপাত চলছে সকাল থেকে। বৃষ্টির ফলে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোর থেকে থেমে থেমে চলা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দে পানি জমে থাকার ফলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বাসের মধ্যে থেকে অতিষ্ঠ অফিসগামীরা।

যানজটের তীব্রতায় এ সময় অনেককে দেখা গেছে বৃষ্টির মধ্যে হেঁটে অফিসে রওনা হতে। সাগরে এখনও নিম্নচাপ থাকায় দুইদিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply