চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরীর মৃত্যু!

|

ছবি: সংগৃহীত

চকলেট কেক ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী বিরল রোগে আক্রান্ত। চকলেট কেক আর ইঁদুর মারার বিষের তফাতই বুঝতে পারেনি সে। ভুল করে বিষ খেয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি ঘটেছে ভারতের পুদুচেরির কারাইকা এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মারা যাওয়া কিশোরীর নাম সালোথ নীতিক্ষিণা (১৪)। সে জেনারেল ডিসটোনিয়া রোগে আক্রান্ত ছিল। এটি এক ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন সংক্রান্ত ব্যাধি। এই রোগে আক্রান্তদের অঙ্গ-প্রত্যঙ্গ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না।

পুলিশ জানায়, বছর দু’য়েক আগে নীতিক্ষিণার এই রোগ ধরা পড়ে। অসুস্থতার কারণে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। তারপর থেকে বাড়িতেই থাকতো সে। গত রোববার দুপুরে হঠাৎ মাথা ব্যথা আর বমি শুরু হয় মেয়েটির। মা জিজ্ঞাসা করলে সে জানায়, জানালার পাশে রাখা চকলেট কেক খেয়েছে সে।

এই কথা শুনেই আঁতকে ওঠেন নীতিক্ষণার মা। তিনি জানান, জানালার পাশে কোনো চকলেট কেক ছিল না। ছিল ইঁদুর মারার বিষ। সঙ্গে সঙ্গে কিশোরীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে কারাইকাল জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply