পুত্রের সঙ্গে দেখা করতে গিয়ে কারা ফটকে গাঁজাসহ আটক পিতা

|

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি:

হত্যা মামলার আসামি হিসেবে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ কারা ফটকে কারারক্ষীদের হাতে আটক হয়েছেন পিতা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম মো. গোলাম আক্তার (৫৪)। তিনি কুমিল্লা মুরাদ নগরের পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই মো. শওকত ইমরান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী মো. গোলাম আক্তারের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোবাকো তামাক, একটি কলকি ও একটি কেঁচি উদ্ধার করে। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ দর্শনার্থী মো. গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply