জর্ডানে চারতলা ভবন ধসে ৫ জনের মৃত্যু, আহত ১৪

|

জর্ডানের রাজধানীতে ভবন ধসে প্রাণ হারালেন কমপক্ষে পাঁচজন। মঙ্গলবারের ঐ দুর্ঘটনায় আরও ১৪ বাসিন্দা গুরুতর আহত। আল জাজিরার।

নিরাপত্তা দফতর এক বিবৃতিতে জানায়, জাবাল-আল-ওয়েবদেহ এলাকায় ভেঙ্গে পরেছে চারতলা ভবনটি। স্থানীয় সময় দুপুরে হয় দুর্ঘটনা। ফায়ার ব্রিগেডের পাশাপাশি উদ্ধার তৎপরতায় নামে আঞ্চলিক নিরাপত্তা বহর এবং সীমান্তরক্ষীরা। সঠিক সংখ্যা না জানানো হলেও ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু বাসিন্দা আটকা রয়েছে। তাদের জীবিত উদ্ধারে চলছে প্রাণপণ চেষ্টা।

অবশ্য লোকালয় হওয়ায় বুলডোজারের মতো ভারি যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না সেখানে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য বেশ পুরানো ছিলো ভবনটি। দুর্বল হয়ে পড়েছে অবকাঠামো। এ দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply