জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হাইতি। এ সময় সহিংসতার মাঝে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক সংবাদকর্মী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবার রাজধানীতে প্রতিবাদে নামেন স্থানীয়রা। বিক্ষুব্ধ জনতা এ সময় রাস্তা অবরোধ করে দেয়। টায়ার জ্বালিয়ে ছড়ায় সহিংসতা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বিক্ষোভকারীদের।
হাইতির ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেটিক্স অনুসারে, দেশটিতে ২০২১ সালের তুলনায় চলতি বছরের জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৩০.৭ শতাংশ।
গত রোববার হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি গ্যাসের দাম নতুন করে বাড়ানোর ঘোষণা দেন। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ সত্ত্বেও জ্বালানির মূল্য বৃদ্ধির এ ঘোষণা দেন তিনি।
ইউএইচ/
Leave a reply