Site icon Jamuna Television

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম লালকার্ড দেখলেন সানচেজ

খেলার তিন মিনিটের মাথায় ডি বক্সের ভেতর শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকে দেন কার্লস সানচেজ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং সানচেজকে সরাসরি লাল কার্ড দেন। আজ বিশ্বকাপ ফুটবলের জাপান-কলম্বিয়ার ম্যাচে এ ঘটনা ঘটে।

খেলতে নেমে দুই মিনিট ৫৬ সেকেন্ডে সানচেজের এই লাল কার্ড বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম লালকার্ড।

এর আগে মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের বিশ্বকাপে উরুগুয়ে ও স্কটল্যান্ডের ম্যাচে জোসে আলবার্তো বাতিস্তা সবচেয়ে দ্রুততম লালকার্ড পেয়েছিলেন। উরুগুয়ের এই খেলোয়ার খেলার শুরুর ৫৬ সেকেন্ডের মাথায় লালকার্ড দেখা পায়।

Exit mobile version