জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, নিহত ৭

|

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মাণ্ডি এলাকা থেকে ফেরার পথে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

এ নিয়ে একটি টুইট বার্তায় জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ লেখেন, পুঞ্চের সজিয়ানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠুন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ রুপি করে দেয়ার ঘোষণাও দেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply