একসাথে রুপালি পর্দায় আসছেন ইমন-নিপুন। বীরত্ব নামের তাদের আসন্ন সিনেমা মুক্তির আগে হয়ে গেলো আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন। সিনেমায় আরও অভিনয় ওটিটি প্ল্যাটফর্ম কাঁপানো ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিমহ অনেকেই। কোন বীরত্বের গল্প বলবে সিনেমাটি? জানা যাবে ১৬ সেপ্টেম্বর।
নারী পাচার ও মানব সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে ‘বীরত্ব । মফঃস্বলের অপরাধের সাথে আন্তর্জাতিক অপরাধের অন্য এক যোগাযোগ সূত্র স্থাপিত হবে সিনেমার গল্পে। আনুষ্ঠানিক এ সংবাদ সম্মেলনে ছিলেন বীরত্ব সিনেমার কলাকুশলীরা। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন। তিনি ডাক্তার হয়ে আসছেন এ সিনেমায়।
অভিনেতা মামনুন ইমন বলেন, বীরত্বের গল্প সবচেয়ে বেশি ভাল লেগেছে। এটা গল্প প্রধান একটি ছবি। অনেক উত্থান-পতন আছে গল্পে। এ সিনেমায় আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। এমন অনেক অন্যায় আমাদের সমাজে হয় যেগুলোর বিরুদ্ধে আমরা কিছু বলতে পারিনা। বীরত্বে ডা. রাজু সেসবের প্রতিবাদ করেছেন।
বীরত্বে ইমনের সাথে আছেন অভিনেত্রী নিপুন আক্তারও। একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিপুন বলেন, আমি এ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছি যার একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাই এ সিনেমার টার্নিং পয়েন্ট। আপনারা বীরত্বে অনেক ইনফরমেশন পাবেন।
আরো অভিনয় করেছেন সালওয়া, মনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, আরমান পারভেজ মুরাদ, ইন্তেখাব দিনারসহ অনেকেই।
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, চরিত্রটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। বাণিজ্যিক চলচ্চিত্রে এ ধরনের চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি। খুবই নোংরা চরিত্র বলতে যা বোঝায়, আমার চরিত্রটি সেরকমই। চরিত্রে বিন্দুমাত্র ভালো’র কোনো স্পর্ষ নেই। আমি পরিচালককে জিজ্ঞেস করলাম যে- এতো মানুষ থাকতে এই চরিত্রে আমাকেই কেনো? তো ও বললো যে, আপনাকে এ ধরনের চরিত্রে আগে কেউ কখনও দেখেনি। ওর অনেক আস্থা ছিল আমার ওপরে। ওর আস্থার ওপর চর করেই আসলে এই কাজটা করা।
সিনেমাটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। তিনি বলেন, ইতিহাসে নিজের স্থান করে নিতে পারবে; আমার মূল চরিত্রটি এরকমই। সমাজের জন্য একটা উদাহরণ হবে এমন চরিত্র খুঁজছিলাম আমি।
এরইমধ্যে ট্রেলারেই আলোচনায় এসেছে বীরত্ব। গল্প কিংবা নির্মাণে ১৬ সেপ্টেম্বর সিনেমা মুক্তির পর বাড়বে সে আলোচনা এমনটাই প্রত্যাশা কলাকুশলীদের।
/এসএইচ
Leave a reply