প্যারিসে সোমবার এক চলন্ত ট্রেনে সন্তান জন্ম দেয় এক মা। ট্রেনের স্টাফ ও যাত্রীদের সহযোগিতায় শেষ পর্যন্ত মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। এসময় ট্রেন কর্তৃপক্ষ মা কে অভিনন্দন জানান এবং ঘোষণা করেন যে এই শিশু ২৫ বছর বয়স পর্যন্ত শহরের সকল ট্রেনে টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবে। আর এটাই ট্রেন কর্তৃপক্ষ থেকে মা ও শিশুকে উপহার।
হঠাৎ করেই প্রসূতি মা অসুস্থ হয়ে পড়লে, ট্রেন কর্তৃপক্ষ কামরা থেকে সকলকে বের করে দেন। এরপর কয়েকজন যাত্রী ও ট্রেনের স্টাফদের সহযোগিতায় এই সন্তান প্রসব করে।
এদিকে ট্রেন কর্তৃপক্ষের এই ঘোষণাকে সবাই প্রশংসা করেছেন।
Leave a reply