করোনা মহামারি শেষের পথে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

ছবি: সংগৃহীত

শেষের পথে কোভিড মহামারি। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি বলেন, এখনো সংক্রমণ বন্ধ না হলেও করোনার বিস্তার শুরুর পর সবচেয়ে ভালো অবস্থায় বিশ্ব। ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত হয়েছে গত সপ্তাহে। ভাইরাসের বিরুদ্ধে বিভিন্ন দেশের পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছে ৬০ কোটির বেশি মানুষ।

তিনি আরও বলেন, এখনো কোভিড মহামারি শেষ হয়নি। তবে খুব কাছাকাছি আমরা। তবে আমরা যেন থেমে না যাই। এটাই সময় আরও জোরালো পদক্ষেপের। কারণ গা ছাড়া হয়ে চললে নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরির ঝুঁকি তৈরি হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply