ডিজিটাল প্ল্যাটফর্মে গাড়ি বিক্রির নামে টাকা আত্মসাৎ, আটক ২

|

ডিজিটাল প্ল্যাটফর্মে গাড়ি বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে মুন অটোমোবাইলসের দু’জনকে আটক করেছে র‍্যাব। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, মুন অটোমোবাইলস গাড়ির মূল্য হ্রাস করে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিতো। আগ্রহী ক্রেতারা যোগাযোগ করলে বুকিং মানি বাবদ তিন লাখ টাকা নিতো গ্রেফতার দুই ব্যক্তি। পরে শুল্ক পরিশোধ বাবদ আরও দুই লাখ টাকা নেয়া হতো। নির্দিষ্ট সময়ে গাড়ি ডেলিভারি না দিয়ে ঘন ঘন বাসস্থান ও অফিস পরিবর্তন করতো তারা।

এছাড়া মোবাইল নম্বর বদলে ক্রেতার সাথে যোগাযোগ বন্ধ করে দিতো এই প্রতারকরা। পরবর্তীতে গুলশান নিকেতন এলাকায় মুন অটোমোবাইলসের অফিসে অভিযান পরিচালনা করে মূল হোতা হারুনুর রউফ খান মজলিস মুন ও তার সহযোগী পার্থ বিশ্বাসকে গ্রেফতার করে র‍্যাব।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply